তো সেই সময় স্বভাবতইঃ উবারের চাহিদা স্বাভাবিকের তুলনায় কয়েকগুন বেশী থাকে। যাত্রীরা ছুটিতে বিভিন্ন জাগায় ঘুরে বেড়ায়, শপিং করতে যায় – তো এইসব কারণে যাত্রীরা যেন সবচাইতে কম সময়ে এবং সবচাইতে সুবিধাজনকভাবে উবারের সেবাটি পেতে পারে, সে কারণে প্রতি বছরই এই উৎসবপূর্ণ সময়টাতে উবার তার যাত্রীদের এক বা একাধিক বাড়তি সুবিধা দিয়ে থাকে। তেমনি একটি সুবিধা হলো নতুন এই ফিচারযুক্ত হালনাগাদটি।
মাস কয়েক আগে গুগল তাদের গুগল ম্যাপে প্রথম লাইভ লোকেশন বন্ধু বান্ধব ও পরিবার পরিজনের সাথে শেয়ার করার সুযোগ দিয়েছিলো তাদের ব্যবহারকারীদের। উল্লেখ্য, গুগল ম্যাপে এখন ঢাকার রাস্তার রিয়েল টাইম ট্রাফিক জ্যামের হালনাগাদ পাওয়া যায়। আর উবারের এই হালনাগাদটি খুব সম্ভবত কয়েক ঘন্টা আগে রিলিজ করা হয়েছে, কারণ টেকক্রাঞ্চে এই সংবাদটি তিন ঘন্টা আগে প্রকাশিত হয়েছে।
উবার তাদের ইউজার এক্সপেরিয়েন্স গবেষণা করে দেখেছে যে, একজন উবার ড্রাইভারের তার যাত্রীর সঠিক পিকআপ লোকেশন খুঁজে বের করতে বিস্তর সময় লেগে যায়। এই কারণেই সরাসরি এপ থেকে এখন যাত্রীর লাইভ লোকেশন শেয়ার করার বন্দোবস্ত করা হয়েছে যাতে করে ড্রাইভার দ্রুততম সময়ে তাকে খুঁজে পায়।
ম্যাপের নীচের দিকে ডান দিকে একটা গোলাকার বাটন থাকবে যেটিতে চাপ দিলে লোকেশন শেয়ার করা শুরু হবে, আবার চাপ দিলে শেয়ার করা বন্ধ হয়ে যাবে। নীল রংয়ের আইকন জ্বলে উঠা মানে শেয়ারিং চলছে। আর ধূসর রংয়ের আইকন জ্বলে উঠা মানে শেয়ারিং বন্ধ আছে। যাত্রী যে কোন সময় লোকেশন শেয়ার করা অফ করতে পারবে, তবে উবার ড্রাইভার তাকে গাড়ীতে চড়িয়ে যাত্রা শুরু করার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে শেয়ারিং অফ হয়ে যাবে।
একই সাথে উবার তাদের বিকন প্রোগ্রামও চালু রেখেছে। এটা একটা বিশেষায়িত ডিভাইস, যেটা গাড়ীর উইন্ডশীল্ডে লাগানো থাকে, যার মাধ্যমে খুব সহজেই যাত্রী উবার ড্রাইভারকে খুঁজে বের করতে পারে। তবে এটি আমেরিকার শুধু গুটি কয়েক শহরে চালু আছে। উল্লেখ্য উবারের এই বিকন প্রোগ্রামটি গত বছরের ডিসেম্বরে চালু হয়েছিলো।
এবারের আরো দুটো গুরুত্বপূর্ণ আপডেট হলো, এখন থেকে সরাসরি এপ থেকেই উবার ক্রেডিট অন্য কোন যাত্রীর একাউন্ডে ট্রান্সফার করা যাবে। এবং আপনি নিজের একাউন্ট দিয়ে চাইলেই অন্য যে কারো জন্য উবার ডাকতে পারবেন এবং আপনাকে তার জন্য লোকেশন উল্লেখ করতে হবে না। এই সুবিধাটি উবারের সবগুলো রিজিওনাল এপে চালু হতে আরো কিছুদিন সময় লাগতে পারে। সূত্রঃ টেকক্রাঞ্চ।
No comments:
Post a Comment